সংগঠনের সাহিত্যিক পাতা

এই পেইজের মাধ্যমে সংগঠনের সকল সদস্য, তার সাহিত্যিক প্রতিভা প্রকাশ করতে পারবে।

pencil_pic
tagor_pics

আমাদের সংগঠনের প্রচার বিষয়ক সম্পাদক, আমাদের বন্ধু কবি ও সিনিয়র সাংবাদিক মোঃ জসীম উদ্দীনের কিছু সাহিত্যকর্ম এখানে তুলে ধরা হলোঃ

মোঃ জসীম উদ্দীন

মোঃ জসীম উদ্দীন

কবি ও সিনিয়র সাংবাদিক

গ্রাম +পোস্ট: রামপাল ‘
থানা + জেলা: মুন্সীগন্জ
মোবাইলঃ
01912 181592

01821754042

download_pic

রঙিন স্বপ্ন

মোঃ জসিম উদ্দিন শেখ

স্বপ্নটা রঙিন – ভাসছে
নানা রঙে রঙিন ,
কখনো মেখ বালিকা আবরণ
কখনো ছায়ার মত আফ?,
তাইতো স্বপ্ন ধরা ছোঁয়ার বাহির
ইচ্ছের পূরন অভাব ।
কেন যেন ঘুরছে–স্বপ্ন
উদাসীন স্তরে ?,?
আঁকা বাকা পথ
ঠিকানা বিহীন ;
কোথায় গেলে–স্বপ্ন
মোর হবে রঙিন ।

স্বপ্ন–ভোমর কানামাছি
হই চই চারিদিক
স্বপ্ন উদাসীন ?,
উকি মারে আকাশে
সাতটি রঙের রং ধনু
স্বপ্নটা রঙিন ।

friends_pics

প্রকৃতির টান

মোঃ- জসিম উদ্দীন শেখ

 

প্রকৃতিকে কাছে পাওয়া বড় ভাগ্যবান

যেয় পেয়েছে সে বুঝেছে প্রকৃতির টান,

 

কি যে ভালোবাসা রয়েছে– পল্লীর গ্রাম

হাটি আর দেখি এটাই আমাদের গ্রাম।

 

কি সুন্দর প্রকৃতির ঘ্রাণ–

নিশ্বাস নিলে ভরে যায় প্রাণ ।

জ্ঞানের অভাব

মোঃ- জসিম উদ্দীন শেখ

কি হবে শিক্ষিত হয়ে–

যদি না থাকে শোষণ মুক্ত সমাজ

যতই হওনা তুমি জ্ঞানী

চরিত্র যদি হয় ভেজাল

কি হবে এত জ্ঞানের সাগর

যার আলোতে আলোকিত হয়না সমাজ

পচন ধরে গোটা সমাজ ব্যবস্থা

কি হবে এত মেধা–

যে মেধা কাজে লাগে অসৎ পথে

কি হবে এত জ্ঞান অর্জন

যদি না থাকে জীবন ছন্দ মিল

হারিয়ে যাবে জীবন–হবে গরমিল ।

love pics

ভালোবাসার বন্ধন

মোঃ- জসিম উদ্দীন শেখ

 

পবিত্র ভালোবাসা বন্ধনের মাঝে

তোমার বুকে মাথা রেখে

চিরবিদায় হতে পারি

তাহলে কাঙ্খিত হৃদয় আমার

পৃর্ণ আশা হবে বুঝি

 

তুমি কি আমায় দিবে

তোমার হৃদয়-খানি

আমি তো তোমার প্রেমে পাগল

পাগল তোমার রূপে

চিরশয্য হয়ে বসেছি

তোমারই অপরুপে

 

শিহরণের দরজা খুলা

খুলা আমার মন

যদি তুমি চাও তাহলে

দিতে পারি এই মন

তুমি কি আমায় দিবে

তোমার সুন্দর মন

.

winter_pics

শীতের সকাল

মোঃ- জসিম উদ্দীন শেখ

কনকন শীতের সকাল

মন কে করে রঙ্গিন,

কখনো শীতের কাঁপন

উষ্ণ আবহাওয়া শীতের সকাল

শরীরে হচ্ছে আপন,

পড়নে লাগে গরম কাপড়

অনায়াসে শরীলটা গরম।

অপেক্ষায় অধির কখন

উঠবে সূর্যের আলো,

শীতের সকাল রৌদ্র পোহাতে

মনে দেয় দোলা,

মাথার উপর সূর্য মামা

ঘন ঘন দেয় দেখা।

শীতের সকাল গুড়-মুড়ি

খাওয়ার বাহার,

ভাবা পিঠার স্পর্শ

মনে লাগে ভালো,

শীতের সকাল খেজুরের রস

অনেকটা ঠান্ডা,

মুখে তুলা বড়ই তৃপ্তি

মন ভরে দেয় অমৃত

প্রাণ ভর তৃপ্ত।

পড়ে থাকা শিশির সকাল

দূর্বা ঘাসের উপর

হাতের স্পর্শে ছিটকে পড়ে মাটিতে,

স্বপ্নের দেশে চলে মন

উতালা মন মানে না বারণ

স্বপ্নটা তখন রঙ্গিন।

অন্ধকার কুয়াশার শীতে

আড়াল থেকে নিজেকে

চিনা খুবই দুস্কর,

ঘন কুয়াশায় চাদরে ডাকা শরীর

কিছুক্ষণ পরপর কাপন

এই বুঝি এলো খানিক শীত।

friends_pics

নীরব আত্মা

মোঃ জসিম উদ্দীন শেখ

শিকল বাঁধা –
নীরব আত্মা
শুধু একা ,
দেহের ভিতর বসবাস
দেহে সর্বনাশ।
মরুভূমির বালু কণা
লোহায় পাথর গড়া
নীরব আত্মা।
ইচ্ছে মত পারি
যখন তখন ধরি
কারো সাথে করিনা
আমি বেঈমানী।
মন গহীনে লুকিয়ে থাকা
এক সত্তা,
নীরব আত্মা।
মৃত্যু যখন নির্ধারণ
আত্মার ধ্বংস অনিবার্য,
নীরবে বেসে উড়ে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

friends_pics

মুরর্শিদের প্রেম

মোঃ জসিম উদ্দীন শেখ

আত্মার শুদ্ধি
মন দুয়ার!
আশেকান জাকেরান
প্রেম দরিয়ায় হাবুডুবু
মুরর্শিদ প্রেমের শান।
উজানে বসাইলাম মন
পবনের তরী,
মুরর্শিদ কেবলাজানের
দরবারে মন আত্মাশুদ্ধি।
পীরের দরবারে সমাপন
প্রেম দরিয়ায় প্রেমিক,
ভালোবাসার পত্র -দরখাস্ত
উত্তরসূরী মুরিদ ।

time_pic

বাঁধা সময়

মোঃ জসিম উদ্দীন শেখ

রংধনুর সাতটি রঙ্গে
জীবন টা রঙ্গিন,
দেয়াল ঘড়ির কাঁটায়
বাঁধা সময় ।
ফ্রেমের বাঁধা ছবি
ফ্রেম গাথা,
ভালোবাসার জীবন সাথী
স্মৃতির পাতা।
মনের ছবি মনে রাখি
হলোনা আকা,
যাকে নিয়ে ভাবা
সে থাকে বাঁকা।
কচু পাতার মত
আড়ি তার বাড়ি,
যখন তখন নড়ে
মস্কে জ্বলহারি ।
সাদা মাঠা জীবন
অবহেলায় হেলিত
শূন্য জীবন মৃল্যেহীন
গাছে নাহি ফল।
কুনো ব্যঙ্গ গুনো গুনো
হঠাৎ হঠাৎ লাফ,
অসময়ের প্রেম টিকেনা
সময়ের অভাব।